অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে সম্প্রতি ইন্টার মিয়ামিতে যোগ দেন রদ্রিগো ডি পল। এই তারকা মিডফিল্ডার জানালেন, জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে খেলতেই ফ্লোরিডার ক্লাবটিতেই নাম লিখিয়েছেন তিনি।
ইন্টার মিয়ামিতে যোগ দেবেন রদ্রিগো ডি পল- কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো।
বয়স মাত্র ৩১। এই বয়সেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখাচ্ছেন রদ্রিগো ডি পল। এমনটাই জানিয়েছেন ইএসপিএন।